মে ৩, ২০২৪

দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। ঘটনায় ৬ থেকে ৭ জনের মৃত্যুর আশঙ্কা। আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। তাঁদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের মদতেই এই বাজি কারখানা চলছিল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী ।

বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে বারাসত শহর থেকেও শোনা গিয়েছে শব্দ। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লেগে গিয়েছে বাড়িটিতে। পুলিশ এবং দমকল আগুন নেভানোর কাজ করছে। গোটা বাড়িটি ভেঙে পড়েছে। সেখানকার স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ এবং স্থানীয় তৃণমূলকর্মীদের মদতেই এখানে বেআইনিভাবে বাজি কারখানা চলত। বারবার স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানালেও কর্নপাত করেনি পুলিশ। এমনকী শাসক দলের নেতারা হুমকি দিতেন বলে অভিযোগ। পুলিশ টাকা তুলে নিয়ে যেত এই বাজি কারখানা থেকে এমনই অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা বেঁধেছে। প্রাথমিকভাবে ৭-৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাড়ির ধ্বংসস্তূপের নীচে একাধিক ব্যক্তির দেহ চাপা পড়ে রয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। বাজির এতোটাই তীব্রতা ছিল যে আশপাশের একাধিক বড় বাড়ি ক্ষতি গ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেআইনি বাজি কারখানায় বোমা তৈরি করা হতো। আশপাশের বাড়িগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *