মে ১৭, ২০২৪

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দল নিয়ে জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে খুদে সংস্করণের বৈশ্বিক আসর। এই বিশ্বকাপ সামনে রেখে একে একে স্কোয়াড ঘোষণা দিচ্ছে দলগুলো। বাংলাদেশ এখনো বিশ্বকাপের দল ঘোষণা করেনি। তবে প্রতিযোগিতামূলক ম্যাচ দিয়ে প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন শান্তরা।

প্রস্তুতির জন্য এই ফরম্যাটের সিরিজ খেলাটাই এখন সময়ের দাবি। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি চট্টগ্রামে শুরু হচ্ছে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাছাইপর্বে যোগ্যতা অর্জন করতে না পারায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ঠাঁই হয়নি জিম্বাবুয়ের। তবুও সিরিজ শুরুর আগে সিকান্দার রাজাদের সমীহ করলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।

বৃহস্পতিবার চট্টগ্রামে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শুরুতেই শান্ত বললেন, ‘টি-টোয়েন্টিতে কোনো বড় দল বা ছোট দল নেই। যেটা বললেন, উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরেছে। আবার জিম্বাবুয়ে কয়েক দিন আগে শ্রীলংকাকে হারিয়েছে।’

টি-টোয়েন্টিতে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১২তম স্থানে জিম্বাবুয়ে। বাংলাদেশ তাদের চেয়ে তিন ধাপ ওপরে। তবুও বাংলাদেশ অধিনায়কের ভাষ্য, ‘সিরিজটা সহজ হবে না।’

শান্ত আরও বললেন, ‘সেভাবে চিন্তা করলে খুব বেশি পার্থক্য আমার কাছে লাগে না। কিভাবে খেলছি, নিজেদের প্রস্তুত করছি, আত্মবিশ্বাস তৈরি করছি সেটাই গুরুত্বপূর্ণ। এতটুকু বলতে পারি, সিরিজটা সহজ হবে না। অনেক প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ, তারাও ভালো দল।’

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচে অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাবে না বাংলাদেশ।

এমন পরিস্থিতিতে শান্ত বললেন, ‘প্রথমত অধিনায়ক হিসেবে সিরিজটা জিততে চাই। এটাই আমাদের প্রথম লক্ষ্য। প্রস্তুতির কথা অবশ্যই মাথায় থাকবে। তবে প্রস্তুতি নিতে গিয়ে খেলাটাকে হালকাভাবে নেব, অনেক এক্সপেরিমেন্ট করব, সেটা না। দলে যে ১৫ জন খেলোয়াড় আছে, সবাই এই দলকে (জিম্বাবুয়ে) হারানোর সামর্থ্য রাখে। জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে খুব বেশি পরিবর্তন হবে না। ২-১টি পরিবর্তন হতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার দিকে হাঁটব না।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *