মে ৬, ২০২৪

যুক্তরাষ্ট্রের আঘাত হানতে সক্ষম এমন নতুন ধরনের হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

বুধবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত সোহাই স্যাটেলাইল লঞ্চিং গ্রাউন্ড থেকে মিসাইল উৎক্ষেপণ পরীক্ষা পর্যব্ক্ষেণ করেন কিম জং উন।

নতুন এ মিসাইল যুক্তরাষ্ট্রের গুয়ামের মতো দূরবর্তী অঞ্চলে আঘাত হানতে সক্ষম বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আমেরিকার মূল ভূমিতে আঘাত হানতে সক্ষম আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের গুরুত্ব প্রসঙ্গে কিম বলেন, শত্রুরা এটি সম্পর্কে আরও ভালো জানে। তিনি নতুন অস্ত্রের পরীক্ষাকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে অভিহিত করেন।

কেসিএনএ মঙ্গলবার পরীক্ষা করা মিসাইল সম্পর্কে বিস্তারিত জানায়নি বা পরীক্ষার প্রযুক্তিগত প্রকৃতি প্রকাশ করেনি।

এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায় উত্তর কোরিয়া। দেশটির পূর্ব জলসীমা থেকে এ আক্রমণ করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার গণতন্ত্রের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এতেই ক্ষেপে যায় উত্তর কোরিয়া।

সোমবার রাজধানী পিয়ংইয়ং থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *