এপ্রিল ২৬, ২০২৪

নারায়ণগঞ্জের জালকুড়িতে দুটি তুলার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকায় হৃদয় ইসলাম ও নুর হোসেনের মালিকানাধীন দুটি তুলার কারখানায় আগুনের সূত্রপাত ঘটে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকে ৩টা ৫ মিনিটে খবর দেওয়া হয়। এরপর সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের সদস্যরা। কারখানা দুটিতে বিপুল পরিমাণ তুলা মজুদ করা ছিল। সহজে দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এই সংবাদ লেখা পর্যন্ত (বিকেল পৌনে ৫টা) আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বিকেল ৩টা ৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট কাজ করছে। এখানে প্রচুর পরিমাণ তুলা মজুত করা ছিল। সহজে দাহ্য হওয়ায় আগুন একটি কারখানা থেকে আরেকটি কারখানায় ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে এলে তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ির ক্যানেলপাড় ঝুটপট্টি এলাকার হৃদয় ইসলামের কারখানায় প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে সেখান থেকে হৃদয়ের কারখানার সঙ্গে লাগোয়া নুর হোসেনের কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছে। তবে এখনো থেমে থেমে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *