মে ৫, ২০২৪

পাকিস্তান ক্রিকেটের দুই সিমার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহর ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক বাবর আজম। তিনি বলেছেন, দলের সেরা অস্ত্র হচ্ছে শাহিন ও নাসিম। প্রয়োজনের সময় দলকে খেলায় ফিরিয়ে আনার সক্ষমতা রয়েছে তাদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে বুধবার তিনি এ কথা বলেন। খবর ক্রিকেট পাকিস্তানের।

বাবর বলেন, শাহিন-নাসিম যেকোনো মুহূর্তে ব্রেক থ্রু এনে দিতে পারেন। কোনো খেলায় খারাপ হতেই পারে। প্রতিটি খেলোয়াড়েই অবদান রাখা উচিত। কোনো একজন খারাপ খেললে অন্যের দৃঢ়তার সঙ্গে দাঁড়ানো উচিত।

দলের ঐক্যের বিষয়েও কথা বলেন বাবর। আমরা সবাই মিলে দেশের জন্য খেলি। কোনো খেলা খারাপ খেললে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি।

শাহিনকে বাদ দিয়ে বাবরকে অধিনায়ক করা নিয়ে অসন্তোষ কাজ করছে বলে গুঞ্জন রয়েছে। এ বিষয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, আমাদের মধ্যে সম্পর্কটা খুবই ভালো। এমনকি যখন আমরা হেরেও যাই তখন ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করি। এটি আমাদের বন্ডিং আরও বাড়ায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *