মে ৩, ২০২৪

টাইটান ডুবোযানে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ৫ যাত্রীকে নিয়ে নিখোঁজ এবং পানির চাপে বিধ্বস্ত হয় যানটি। এই ঘটনার ১০ দিন পর পরিচালনাকারী সংস্থা ওশানগেট ওয়েবসাইটে এখনও দেখা যাচ্ছে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের ভ্রমণের বিজ্ঞাপন।
সংস্থাটি বিজ্ঞাপনে দেখা যায়, সমুদ্রের নীচে ভ্রমণের জন্য আগামী বছরের ১২ জুন থেকে ২০ জুন এবং ২১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত দুটি যাত্রা পরিচালনা করবে তারা। প্রতি টিকিটের দাম ২ লক্ষ ৫০ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৭০ লাখ টাকার বেশি। যাত্রীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিযানের সরঞ্জাম এবং জাহাজে থাকাকালীন সমস্ত খাবার দেওয়া হবে।

কিছুদিন আগেই এই রকম একটি ভ্রমণে গিয়ে ৫ যাত্রীসহ নিখোঁজ হয় টাইটান। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ, ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং, ফরাসি ডাইভিং বিশেষজ্ঞ পল-হেনরি নারজিওলেট এবং পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তার কিশোর ছেলে সুলেমান ছিলেন যানটিতে। ডুবোযানটির ধ্বংসাবশেষ উদ্ধার এবং যাত্রীদের মারা যাওয়ার পরে সংস্থাটি এই ভ্রমণ কার্যক্রমটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *