এপ্রিল ২৬, ২০২৪

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে শুরুটা দুর্দান্ত করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের প্রধান কোচ একদিন আগে জানিয়েছেন ড্রেসিং রুমে মানসিকতা বদলের বীজ বুনছেন। আর তাতেই সাফল্য ধারাবাহিক হতে শুরু করেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতে তাসকিন আহমেদ জানালেন ব্যর্থতার ভয় কাটাতে সাহায্য করছেন হাথুরুসিংহে।

টাইগারদের প্রধান কোচ নিজের নতুন মেয়াদ শুরু করেছেন ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হার দিয়ে। সিরিজ হারলেও এক জয়ের বিপরীতে হারা ম্যাচগুলোতেও লড়াই করেছিল বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজেতো ইংলিশদের কোনো ম্যাচই জিততে দেয়নি সাকিব আল হাসানের দল। টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা হয়েছে হোয়াইট ওয়াশ (৩-০)।

এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় এসেছে হেসেখেলে। ব্যাটে-বলে সম্মিলিত প্রচেষ্টায় দাপুটে পারফরম্যান্স দেখা গেছে। গতকাল (২৭ মার্চ) প্রথম টি-টোয়েন্টিতেও আধিপত্য দেখিয়ে জিতেছে স্বাগতিকরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন জানালেন হাথুরুসিংহে সহ পুরো টিম ম্যানেজম্যান্ট ড্রেসিং রুমে কি বার্তা দিচ্ছেন। আর হাথুরুসিংহে ক্রিকেটারদের কোন ভয়টা দূর করছেন? এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন তাসকিন।

ডানহাতি এই পেসার বলেন, ‘আসলে ফেয়ার অব ফেইলরের ভয়টা আটকে ছিল। ফ্রি ক্রিকেট খেলতে বলা হচ্ছে, প্রত্যেকটা টিম ম্যানেজমেন্ট থেকে। সবাই সাপোর্ট করছে। ম্যানেজমেন্ট থেকেও ফ্রিডম দেওয়া হচ্ছে। এক্সিকিউশনে করতে দ্বিধাদ্বন্দ্ব না থাকি, কারণ স্বাধীনভাবে যেন খেলি। উজাড় করে। এই গেমটা আনতে মাঠের মধ্যে , অ্যাগ্রেসিভ ক্রিকেট।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *