মে ১৮, ২০২৪

ইংল্যান্ড নারী দলের কোচ জন লুইস প্রতিপক্ষের সঙ্গে টেক্কা দিতে এআই প্রযুক্তির সাহায্য নিয়েছেন।

শুক্রবার তিনি সংবাদমাধ্যমকে এমনটি জানিয়েছেন। নারী আইপিএলে কাজ করার সময় তিনি এই প্রযুক্তির সাহায্য নিয়ে সফল হয়েছিলেন।

জন লুইস বলেন, ‘একটি ম্যাচের জন্য প্রায় আড়াই লাখ রকমের দল বাছতে পারে এআই প্রযুক্তি। আগে দেখে নেই কোন দলের বিপক্ষে খেলা। তারপর আমার কী প্রয়োজন তা ওই প্রযুক্তিকে জানিয়ে দেই। ভারতে নারী আইপিএলে উত্তর প্রদেশ ওয়ারির্সকে প্রশিক্ষণ দেওয়ার সময় এই প্রযুক্তির কথা জানতে পারি। আমার মনে হয়েছিল ইংল্যান্ড দলের ক্ষেত্রেও এই প্রযুক্তি উপযোগী।’

সাধারণত নির্বাচকরা দল নির্বাচন করে থাকেন। ম্যাচের জন্য একাদশ বেছে নেন কোচ আর অধিনায়ক। সেই সব কাজ করে দিচ্ছে নতুন এই প্রযুক্তি।

লুইস বলেন, ‘প্রযুক্তি আমাকে একটা পরিষ্কার ধারণা দিচ্ছে। সেখানে আমি জানতে পারছি আগে কেমন দল গড়া হত, প্রযুক্তির সাহায্য নেওয়ায় দল গঠনের ক্ষেত্রে খুব সূক্ষ্ম সিদ্ধান্ত নিতে পারছি।’

তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল। আমরা প্রযুক্তির সাহায্যে ওদের শক্তি অনুযায়ী দল বেছে নিয়েছিলাম। সেটা আমাদের খুব কাজে লেগেছিল। আমরা টি-টোয়েন্টি সিরিজ জিতেছি।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *