মে ২, ২০২৪

বাংলাদেশের বিপক্ষে সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে শ্রীলঙ্কা। টান টান উত্তেজনার প্রথম ম্যাচে জয় পেয়েছে সফরকারী লঙ্কানরা। এবার দ্বিতীয় ম্যাচের আগে দলটির ক্যাম্পে যোগ দিচ্ছেন অভিজ্ঞ ব্যাটার নিরোশান ডিকওয়েলা।

লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার কুশল পেরেরা ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গেছেন। তার জায়গায় ডাকা হয়েছে ডিকওয়েলাকে। দলে ঢোকার লড়াইয়ে ছিলেন তরুণ লাসিথ কুরুসপুলে ও শেভন দানিয়েল। কিন্তু তাদের না নিয়ে ডিকওয়েলাকে সুযোগ দিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে ডিকওয়েলার অভিজ্ঞতা কাজে লাগবে এবং রুণদের অল্প সময়ে প্রস্তুত করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন উপুল থারাঙ্গা।

তিনি বলেন, ‘পাথুন নিশাঙ্কা ও নিরোশান ডিকওয়েলার ইনজুরিতে টপ অর্ডারে ব্যাট করতে পারে এমন কাউকে চাচ্ছিলাম আমরা। কুরুসপুলে ও দানিয়েলের প্রতি নজর ছিল আমাদের। কিন্তু তারা এখনও যথেষ্ট তরুণ। শুধু তাদের সাম্প্রতি পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দলে ডাকাও কঠিন। কোচ এবং অধিনায়ক ডিকওয়েলাকে দলে চেয়েছে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *