এপ্রিল ৩০, ২০২৪

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানিয়েছেন, অঞ্চলটিতে আর উত্তেজনা বাড়াতে চায় না তারা। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন। এর আগেও ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা একাধিকবার এ কথা বলেছেন।

এবার যদি ইরানের এ হামলার প্রতিবাদে ইসরাইল পালটা হামলা চালায় হবে উত্তেজনা আরো বাড়বে। ইরান মূলত এ উত্তেজনা বাড়তে দিতে চায় না। তাই তারা এ কথা বারবার বলছে।

১ এপ্রিল দামেস্কের ইরানি দূতাবাসের কনস্যুলার সেকশনে ইসরাইলি বিমান হামলার প্রতিশোধ হিসেবে রোববার ভোরে ইরানি সামরিক বাহিনী যে ‘অপারেশন ট্রু প্রমিজ’ চালিয়েছে তাকে ‘প্রয়োজনীয় ও আনুপাতিক’ শাস্তিমূলক মিশন হিসেবে বর্ণনা করেছেন তিনি।

তিনি বলেন, জাতিসংঘ সনদের প্রতি অঙ্গীকারাবদ্ধ থাকলেও আগ্রাসনকারীদের প্রতিরোধ ও শাস্তি দিতে ইরান প্রতিটি পর্যায়ে আরও কঠোর পদক্ষেপ নেবে।

কানানি বলেন, দামেস্কে ইরানি দূতাবাস লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের দায়িত্বজ্ঞানহীন আচরণের পর ইরান তার জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কাজ করেছে।

তিনি পুনর্ব্যক্ত করেন যে, ইসরাইলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক অভিযান সম্পূর্ণরূপে বৈধ এবং কূটনৈতিক উপায়ে জারি করা আল্টিমেটামের পর পরিচালিত জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *