মে ৯, ২০২৪

বিশ্বের সব মুসলিম সম্প্রদায়ের মানুষদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার তিনি এ শুভেচ্ছা বার্তা দেন।

শুভেচ্ছা বার্তায় বাইডেন জানান, গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যদিও আমরা গাজায় আরও জীবন রক্ষাকারী ত্রাণ পাচ্ছি। এরপরেও মার্কিন যুক্তরাষ্ট্র জিম্মিদের মুক্তি দেওয়ার চুক্তির অংশ হিসেবে কমপক্ষে ছয় সপ্তাহের জন্য টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য অবিরাম কাজ চালিয়ে যাবে। স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শান্তির দীর্ঘমেয়াদী ভবিষ্যত বিনির্মাণে আমরা কাজ অব্যাহত রাখব। এতে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের সমানভাবে স্বাধীনতা, মর্যাদা, নিরাপত্তা এবং সমৃদ্ধির অংশীদারিত্ব নিশ্চিত করতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান অন্তর্ভুক্ত করতে হবে। স্থায়ী শান্তির দিকে এটাই একমাত্র পথ।’

ওই বার্তায় আরও বলা হয়, নতুন চাঁদ ওঠার মাধ্যমে ইসলামের পবিত্র রমজান মাসের সূচনা হয়েছে এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য বাইডেন ও মার্কিন ফার্স্ট লেডি তাদের শুভেচ্ছা ও প্রার্থনা জানাচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়ার কোন স্থান নেই, এটি এমন একটি দেশ যেটি উপাসনার স্বাধীনতার ওপর প্রতিষ্ঠিত এবং মুসলিম অভিবাসীসহ সকল ধর্মের অভিবাসীদের অবদানের ওপর নির্মিত।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *