মে ৯, ২০২৪

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে নিশ্চিত জয়ের পথে চারবারের শাসক ভ্লাদিমির পুতিন। তবে দেশটির নির্বাচনকে অবাধ বা সুষ্ঠু নয় বলে সমালোচনা করছে পশ্চিমা বিশ্ব। খবর বিবিসির।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে একজন ‘স্বৈরশাসক’ বলে অভিহিত করেছেন। বলেছেন ‘তার (পুতিনের) ব্যক্তিগত ক্ষমতাকে দীর্ঘায়িত করতে এমন কোন খারাপ পন্থা নেই যা তিনি অবলম্বন করেননি।’

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, নির্বাচন ‘অবশ্যই অবাধ বা সুষ্ঠু নয়। পুতিন রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে রাখাসহ অন্যদেরকে তার বিরুদ্ধে লড়াই করতে বাধা দিয়েছেন।’

যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন এক্সে দেওয়া এক পোস্টে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের সামালোচনা করে লিখেন, ‘এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মতো সংগঠিত হয়নি।’

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার ভোটকে ‘ছদ্ম-নির্বাচন; বলে অভিহিত করেছে। জানিয়েছে, ‘পুতিনের শাসন কর্তৃত্ববাদী, তিনি সেন্সরশিপ, দমন ও সহিংসতার উপর নির্ভর করেন।’

পোলান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার নির্বাচনে ‘অবাধ, গণতান্ত্রিকভাবে কোনো প্রার্থী পছন্দ করা অসম্ভব।’

তবে নির্বাচনে জয়ের পর প্রেসিডেন্ট পুতিনকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র পুতিনকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রেসিডেন্ট পুতিনের কৌশলগত দিকনির্দেশনার অধীনে, চীন-রাশিয়া সম্পর্ক এগিয়ে যেতে থাকবে। ‘

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *