মে ২, ২০২৪

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান মারা গেছেন। শনিবার লাহোরে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি।

শাহরিয়ার খান পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রভাবশালী চেয়ারম্যান হিসেবে একটা সময় পরিচিত ছিলেন। বোর্ড প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন দুবার। একবার ২০০৩ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত। আরেকবার ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৭ সালের আগস্ট পর্যন্ত। তাছাড়া টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি। একবার ১৯৯৯ সালে ভারত সফরে। আরেকবার ২০০৩ বিশ্বকাপে।

সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পিসিবি। বিবৃতিতে বলা হয়েছে, লাহোরে আজ সকালে সাবেক পিসিবি চেয়ারম্যানের মৃত্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ড, এর চেয়ারম্যান, বোর্ড অব গভর্নর্স ও কর্মচারীরা গভীরভাবে শোকাহত। শাহরিয়ার খানের পরিবারের প্রতি রইলো সমবেদনা। সর্বশেষ দশকে পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনতে তার গুরুত্বপূর্ণ ভূমিকাকে সব সময় মনে রাখবে পিসিবি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *