মে ২, ২০২৪

ব্রাজিলের একটি আদালতের প্রায় সব বিচারক একমত হয়ে রায় দিয়েছেন যে, ইতালিতে এসি মিলানের সাবেক ব্রাজিল তারকা রবিনহোকে যে কারাদণ্ড দেওয়া হয়েছে, সেটা ব্রাজিলেও কার্যকর হবে।

সে সঙ্গে তারা রায়ে জানিয়েছেন, রবিনহোকে ব্রাজিলে অবশ্যই নয় বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। ৪০ বছর বয়সি রবিনহোকে ধর্ষণের দায়ে ইতালিতে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২০১৩ সালে এসি মিলানে খেলার সময় দলবদ্ধ হয়ে ধর্ষণে অংশ নেওয়ার অপরাধে শাস্তি দেন ইতালির আদালত। তবে রবিনহো তার আগেই ইতালি ছেড়ে গেলেও ২০২০ সালে মিলানের আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করেন। আপিলে তিনি হেরে যান।

এরপর ২০২২ সালে ইতালির সর্বোচ্চ আদালত তার শাস্তি বহাল রাখেন। একই সঙ্গে ব্রাজিল সরকারকে তা কার্যকর করার অনুরোধ জানান। ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব জাস্টিস (এসটিজে) এর আগে জানিয়েছিলেন, তারা রবিনহোকে শাস্তি দেওয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *