মে ২, ২০২৪

আগামীকাল শুক্রবার সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দল।

আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ও শ্রীলংকা। এই টেস্টের আগে অতীতে ২৪টি টেস্টে মুখোমুখি হয় দুই দল। অতীতের সেই সাক্ষাতে কারা এগিয়ে দেখে নেয়া যাক-

হেড-টু-হেড

ম্যাচ বাংলাদেশ জয়ী শ্রীলংকা জয়ী ড্র
২৪ ১ ১৮ ৫

টেস্টে বাংলাদেশ-শ্রীলংকা

দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ ৬৩৮, গল, ২০১৩
শ্রীলংকা ৭৩০/৬ ডিক্লেয়ার, ঢাকা, ২০১৪

দলীয় সর্বনিম্ন
বাংলাদেশ ৬২, কলম্বো, ২০০৭
শ্রীলংকা ২২২, ঢাকা, ২০১৮

সবচেয়ে বেশি রান
বাংলাদেশ ১৩৪৬, মুশফিকুর রহিম
শ্রীলংকা ১৮১৬, কুমার সাঙ্গাকারা

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস
বাংলাদেশ ২০০, মুশফিকুর, গল, ২০১৩
শ্রীলংকা ৩১৯, সাঙ্গাকারা, চট্টগ্রাম, ২০১৪

সবচেয়ে বেশি উইকেট
বাংলাদেশ ৩৮, সাকিব আল হাসান
শ্রীলংকা ৮৯, মুত্তিয়াহ মুরালিধরন

ইনিংসসেরা বোলিং
বাংলাদেশ ৬/১০৫, নাঈম হাসান, চট্টগ্রাম ২০২২
শ্রীলংকা ৭/৮৯, রঙ্গনা হেরাথ, কলম্বো, ২০১৩

ম্যাচসেরা বোলিং
বাংলাদেশ ৮/১৫৯, তাইজুল ইসলাম, ঢাকা, ২০১৮
শ্রীলংকা ১২/৮২, মুরালিধরন, ক্যান্ডি, ২০০৭

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *