মে ২, ২০২৪

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে মোস্তাফিজুর রহমান এখন ভারতে। প্রথমদিনের অনুশীলনও সেরেছেন কাটার মাস্টার। শ্রীলংকার বিপক্ষে শেষ ওয়ানডেতে বল করতে গিয়ে পেশিতে টান পড়েছিল তার।

চোট গুরুতর নয়। তবে আইপিএলে আজ প্রথম ম্যাচে চেন্নাইয়ের একাদশে দেখা যাবে কি না তাকে, তা নিশ্চিত নয়। মোস্তাফিজকে উষ্ণভাবে বরণ করে নিয়েছে চেন্নাই। সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজের চেন্নাইয়ের জার্সি পরা একটি ছবি পোস্ট করে ফ্র্যাঞ্জাইজিটি।

ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, চেন্নাইয়ের উইকেটে দারুণ কার্যকর হতে পারে মোস্তাফিজের কাটার। এজন্য তাকে শুরু থেকে খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি। নিজের ইউটিউব পডকাস্টে অশ্বিন বলেন, ‘চেন্নাইয়ের উইকেটে মোস্তাফিজুর রহমানের কাটার খুবই কার্যকরী হবে।’

চেন্নাইয়ের স্কোয়াডেও বিদেশি ক্রিকেটার আটজন। তাদের মধ্যে দুজন হলেন মোস্তাফিজ ও শ্রীলংকার মাথিশা পাতিরানা।

বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজে হ্যামট্রিংয়ের চোটে পড়েন পাতিরানা। তাই আইপিএলের শুরুতে তাকে পাচ্ছে না চেন্নাই।

গত ডিসেম্বরে অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজকে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে দলে ভেড়ায় চেন্নাই। এবারের আইপিএলে তিনি বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *