মে ৭, ২০২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংসদ অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের নেতা জিএম কাদের নিয়ম ভঙ্গ করে কথা বলেছেন। আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মহিলা সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন নেওয়ার বা চাওয়ার যে হিড়িক, সেই তুলনায় আমাদের দেওয়ার সুযোগ খুব কম। আমরা আমাদের পরীক্ষিত, ত্যাগীদের গুরুত্ব দেব। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, যারা আমাদের দুঃসময়ের পরীক্ষিত কর্মী, তাদের ব্যাপারটা আমরা অগ্রাধিকার দেব।

তিনি বলেন, মহিলা সংরক্ষিত আসনে দলগতভাবে ৩৮টি, আর স্বতন্ত্র থেকে ১০ জন মিলিয়ে ৪৮টি মনোনয়ন দেওয়া হবে।

সেতুমন্ত্রী বলেন, রাতারাতি দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসবে না। তবে সরকার মূল্য নিয়ন্ত্রণে আসার জন্য যা যা করণীয় করছে।

এসময় তিনি পুলিশের অনুমতি না নিয়ে ফ্রিস্টাইলে কালো পতাকা মিছিল করা যাবে না বলেও মন্তব্য করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *