মে ১৯, ২০২৪

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ভোটের দিন প্রার্থী, কর্মী, ভোটার সবাই শৃঙ্খলা বজায় রাখবে।’রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিইসি।

তিনি বলেন, ‘মন্ত্রী-এমপিদের স্বজনদের প্রার্থী হওয়ায় বেকায়দায় নেই নির্বাচন কমিশন। প্রার্থীরা শৃঙ্খলা না মানলে নির্বাচনের পরিবেশ ভালো রাখা কঠিন হয়ে যাবে। এ জন্য সবার সহযোগিতা দরকার।’

নির্বাচন যাতে কেউ প্রভাবিত করতে না পারে, সে ব্যাপারে সরকারকে নীতিগত সিদ্ধান্ত সুস্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান সিইসি। তিনি বলেন, ‘প্রভাব বিস্তার নিয়ে কমিশন চিন্তিত নয়। কেউ ভোট বর্জন করলেও নির্বাচন অনুষ্ঠিত হবেই। নির্বাচনে কোনো রাজনৈতিক দল এল কি এল না সেটা বড় কথা নয়।’

উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: সিইসিউপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘উপজেলা নির্বাচনের আয়োজন মোটেই নিয়ম রক্ষার ভোট না, কেউ বর্জন করলেও নির্বাচন হতেই হবে। নজরদারি করবে আইন শৃঙ্খলাবাহিনী ও গণমাধ্যম, সকলের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা চায় কমিশন।’

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েছে জানিয়ে সিইসি বলেন, ৮ মে ১৪০টি উপজেলায় প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২২টি উপজেলায় ইভিএমে হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *