মে ১৭, ২০২৪

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় অভিযুক্ত মাঝি আল-আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ মে) বিকেলে ভৈরব নৌ-পুলিশ তাকে নরসিংদীর রায়পুরা থেকে গ্রেপ্তার করে। এ সময় বাল্কহেডটিও জব্দ করা হয়।

আল-আমিন নরসিংদীর রায়পুরা থানার আব্দুল্লাহর চর এলাকার ইসমাইল মিয়ার ছেলে।

ভৈরব নৌ-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর রায়পুরার আব্দুল্লাহর চর এলাকায় অভিযান চালিয়ে আল-আমিনকে বাল্কহেডসহ গ্রেপ্তার করি।

পরে আশুগঞ্জ থানায় মামলা থাকায় আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেনের আদালতে হাজির করলে আসামির ১৬৪ ধারার জবানবন্দি শুনে ম্যাজিস্ট্রেট আল-আমিনকে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেন। তবে বাল্কহেডের সুকানি হৃদয় পলাতক রয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ২২ মার্চ সন্ধ্যায় মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় পুলিশ সদস্যসহ ৯ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল সোহেল রানার বাবা আব্দুল আলিম বাদী হয়ে বাল্কহেডের মাঝি ও সুকানিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *