মে ২, ২০২৪

দেশে আজ সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। শনাক্ত হওয়া ১৫ জনই ঢাকার বাসিন্দা বলে এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় রোগী শনাক্ত ২ দশমিক ৯৬ শতাংশ। এবং সুস্থ হয়েছেন ৬ জন।

দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৮ হাজার ৩১৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৮১৭ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৪৬ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের কথা জানায় সরকার। করোনাভাইরাসের কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা গতকাল শুক্রবার প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *