মে ২, ২০২৪

অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালিসা হিলিকে সালাম দেওয়া শেখালেন নিগার সুলতানা জ্যোতি। আগামীকাল থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

তার আগে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি হাতে ফটোসেশন করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি।

এদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় অ্যালিসা হিলি ও নিগার সুলতানা জ্যোতি দুজনে বেশ মজা করেন।

এ সময় কথা বলার শুরুতে হিলিকে সালাম শেখান নিগার সুলতানা জ্যোতি। শুরুতেই জ্যোতি জানতে চান, ‘তুমি কি আসসালামুআলাইকুম বলতে পারবে?’ । প্রশ্ন শুনে অ্যালিসা হিলি ঘাবড়ে যাননি। অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক বেশ সাবলীলভাবে বলেন, ‘আসালা মুআলাইকুম’।

হিলির সালাম শুনে বেশ খুশি হন নিগার সুলতানা জ্যোতি ও মাইক্রোফোন হাতে দুজনের মাঝে থাকা বিসিবি প্রতিনিধি। এরপর বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক কী কারণে ‘আসসালামুআলাইকুম’ বলেন বাংলাদেশি মুসলিমরা, সেটি ব্যাখ্যা করেন। হিলিও বেশ সন্তুষ্টচিত্তে সেটি শুনে তৃপ্তির হাসি দেন।

এই প্রথম বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল দ্বিপক্ষীয় সিরিজ খেলছে। সফরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া।

আগামীকাল থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *