মে ৬, ২০২৪

লেবাননের দক্ষিণাঞ্চলীয় রেমিশে গোলাবর্ষণে জাতিসংঘের তিন পর্যবেক্ষক ও একজন অনুবাদক আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন। খবর বিবিসির

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ বিস্ফোরণের পেছনে ইসরাইলি ড্রোন হামলার কথা জানালেও ইসরাইলি সামরিক বাহিনী এর দায় অস্বীকার করেছে। ইসরাইল-লেবানন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার পর এ ঘটনা ঘটল।

জাতিসংঘের মিশন ইউনিফিল জানিয়েছে, আহতরা চিকিৎসা নিচ্ছেন এবং বিস্ফোরণের উৎস সম্পর্কে তদন্ত করা হচ্ছে।

এক বিবৃতিতে ইউনিফিল জানিয়েছে, ইসরাইল থেকে দক্ষিণ লেবাননকে বিভক্তকারী জাতিসংঘ ঘোষিত ব্লু লাইন বরাবর পায়ে হেঁটে টহল দিচ্ছিল দলটি। হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। এতে শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তু করার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করা হয়েছে।

পর্যবেক্ষকদের জাতীয়তা বা তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। লেবাননের অনুবাদকের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

লেবাননের রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরাইলি ড্রোন লেবাননের ওই এলাকায় অভিযান চালিয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইল ও লেবাননের মধ্যে সীমান্তে আবারও উত্তেজনা বেড়েছে, উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *