ডিসেম্বর ৩১, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেছেন, উন্নত প্রোডাক্ট ও সার্ভিস, আইসিটি, করপোরেট সুশাসন, নিয়মানুবতিতা, নৈতিকতা ও স্বচ্ছতার মাধ্যমে ডিএসইকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, সারা বিশ্বের প্রেক্ষাপটে নাম্বার ওয়ান এ পরিনত করতে চাই৷ এজন্য সকল পক্ষের সহযোগিতা দরকার৷

মঙ্গলবার (১৩ জুন) ঢাকার নিকুজ্ঞে ডিএসই টাওয়ারে আয়োজিত বিদায়ী চেয়ারম্যান ও পরিচালকদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বুধবার (১৪ জুন) ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, আমি আশা করি পুঁজিবাজারের স্বার্থে তথা দেশ এবং জাতির স্বার্থে আপনাদের অভিজ্ঞতাময় পরামর্শ ও মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন৷ বিদায়ী বোর্ডের সদস্যগণ অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। তাদের এই সুপরিকল্পিত কার্যক্রমের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ সব সময়ই স্মরণ রাখবে।

তিনি আরো বলেন, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে৷ ২০২০ ও ২০২১ সাল ছিল বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং বছর৷ এমনি এক প্রতিকূল ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আপনারা দায়িত্ব পালন করেছেন৷ বাজারে ইক্যুইটির পাশাপাশি নতুন প্রোডাক্টের শুভসূচনা হয়৷ আপনারা বাজারের উন্নয়নে সাধ্যমত চেষ্টা করেছেন৷ আপনাদের রয়েছে পুঁজিবাজারের অভিজ্ঞতা৷ আপনাদের অভিজ্ঞতাকে শেয়ারিংয়ের মাধ্যমেই আমরা ডিএসই ও পুঁজিবাজারের উন্নয়ন করে দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব৷

অনুষ্ঠানে ডিএসই’র সদ্য অবসর নেয়া চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, সালমা নাসরিন এনডিসি, মো. মুনতাকিম আশরাফ, ড. এ. কে. এম. মাসুদ মরহুম হাবীবুল্লাহ বাহার, মরহুম রকিবুর রহমান এবং মিনহাজ মান্নান ইমনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইর নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু৷

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে ডিএসইর নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, রুবাবা দৌলা, মো. শহীদুল ইসলাম, কাওসার আহমেদ, মো. শাকিল রিজভী, মোহাম্মাদ শাহজাহান, শরীফ আনোয়ার হোসেন এবং ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ সহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...