মে ১৯, ২০২৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০১ জন। এ সময় আরও একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৭ জনের মৃত্যু হয়।

বুধবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১৭৫ জন ঢাকার এবং ২৬ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮০৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮০২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৯৬৮ জন এবং মারা গেছেন ২৮ জন

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *