মে ২০, ২০২৪

আন্তর্জাতিক বাজারে ১৬ ডিসেম্বর স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। তবে সাপ্তাহিক ভিত্তিতে গত ৪ সপ্তাহের মধ্যে চলতি সপ্তাহে এর মূল্য সর্বনিম্ন স্তরে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

মূল্যস্ফীতি এখনও চড়া রয়েছে। লাগামহীন এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও সুদের বাড়ানো দরকার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) এ আভাস দিয়েছে।

ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকও (ইসিবি) একই পূর্বাভাস দিয়েছে। ব্যাংক অব ইংল্যান্ডও সেই পথে হাঁটার কথা ভাবছে। এরপর থেকেই স্বর্ণের দাম নিম্নমুখী রয়েছে।

১৬ ডিসেম্বর স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১৭৯২ ডলার ৯১ সেন্টে। আর ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক আউন্সপ্রতি স্বর্ণ বিকিয়েছে ১৮০২ ডলার ৬ সেন্টে।

ওএএনডিএ’র জ্যেষ্ঠ বিশ্লেষক এডওয়ার্ড মোয়া বলন, এখন ব্যবসায়ীরা ফেড ও ইসিবির দিকে নজর দিচ্ছেন। বিশ্বের বৃহৎ অর্থনীতির দুই কেন্দ্রীয় ব্যাংকই আবার কঠোর মুদ্রানীতি গ্রহণের সংকেত দিয়েছে। এতে বিশ্বজুড়ে উল্লেখযোগ্যভাবে বন্ড ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে সপ্তাহে স্বর্ণের দরপতন হচ্ছে।

কমার্জব্যাংক বলছে, প্রতি আউন্স স্বর্ণের দাম ১৭৫০ ডলারের আশেপাশে নেমে আসবে। ফেডের সুদ হার বৃদ্ধি চক্র শেষ না হওয়া পর্যন্ত এ দর স্থায়ী থাকবে। তবে এরপরই আউন্সপ্রতি দাম ১৮৫০ ডলারে উন্নীত হবে। ২০২৩ সালের শেষদিকেই এ পরিস্থিতির উদ্ভব হতে পারে বলে আশা করা হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *