মে ১৭, ২০২৪

পুঁজিবাজারের তালিকাভুক্ত ২৮ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ জানিয়েছে। এসব সভায় কোম্পানিগুলো তাদের বিভিন্ন প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করবে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্ষদ সভার তারিখ ঘোষনা করা কোম্পানিগুলো হলো- পেনিনসুলা চট্রগ্রাম, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি, হাইডেলবার্গ সিমেন্ট, ন্যাশনাল পলিমার, মালেক স্পিনিং, বেঙ্গল ইউন্ডসর, এমজেএল বাংলাদেশ, মোজাফ্ফর হোসেন স্পিনিং, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, গ্লোবাল হেভি কেমিক্যাল, শমরিতা হাসপাতাল, এপেক্স ফুটওয়্যার, ইবনে সিনা, রেনেটা, দেশ গার্মেন্টস, লিগ্যাসি ফুটওয়্যার, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, ইন্দো-বাংলা ফার্মা, সামিট পাওয়ার, জিবিবি পাওয়ার, মালেক স্পিনিং, শাইনপুকুর সিরামিক, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, হামিদ ফেব্রিক্স, ইনডেক্স এগ্রো এবং আল আরাফাহ্ ব্যাংক।

এদের মধ্যে পেনিনসুলা চট্রগ্রামের পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকেল ৩টায়, কর্ণফুলী ইন্স্যুরেন্সের আগামী ২৫ এপ্রিল বিকেল ৪টা ৩০ মিনিটে, ন্যাশনাল টির আগামী ২৭ এপ্রিল দুপুর ২টা ৪৫ মিনিটে, হাইডেলবার্গ সিমেন্টের আগামী ২৭ এপ্রিল দুপুর ২টা ৪৫ মিনিটে, ন্যাশনাল পলিমারের আগামী ২৬ এপ্রিল বিকেল ৪টায়, মালেক স্পিনিংয়ের আগামী ২৭ এপ্রিল দুপুর ২টা ৪৫ মিনিটে, বেঙ্গল ইউন্ডসরে আগামী ২৯ এপ্রিল দুপুর ২টা ৪৫ মিনিটে, এমজেএল বাংলাদেশের আগামী ২৭ এপ্রিল বিকেল ৪টা ৩০ মিনিটে, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের আগামী ৩০ এপ্রিল বিকেল ৩টা ৩০ মিনিটে, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের আগামী ২৭ এপ্রিল দুপুর ৪টায়, গ্লোবাল হেভি কেমিক্যালের আগামী ২৭ এপ্রিল বিকেল ৩টায়, শমরিতা হাসপাতালের আগামী ২৯ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, এপেক্স ফুটওয়্যারের আগামী ২৭ এপ্রিল বিকেল ৩টায়, ইবনে সিনার আগামী ২৫ এপ্রিল বিকেল ৩টায়, রেনেটার আগামী ২৯ এপ্রিল দুপুর ১২টায়, দেশ গার্মেন্টসের আগামী ৩০ এপ্রিল বিকেল ৩টায়, লিগ্যাসি ফুটওয়্যারের আগামী ৩০ এপ্রিল বিকেল ৫টায়, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের আগামী ৩০ এপ্রিল বিকেল ৫টায়, ইন্দো-বাংলা ফার্মার আগামী ৩০ এপ্রিল বিকেল ৪টায়, সামিট পাওয়ারের আগামী ৩০ এপ্রিল বিকেল ৩টায়, জিবিবি পাওয়ারের আগামী ৩০ এপ্রিল বিকেল ৩টায়, মালেক স্পিনিংয়ের আগামী ৩০ এপ্রিল বিকেল ৩টায়, শাইনপুকুর সিরামিকের আগামী ২৯ এপ্রিল দুপুর ১টা ৩০ মিনিটে, বেক্সিমকো আগামী ২৯ এপ্রিল দুপুর ১২টা ৩০ মিনিটে, বেক্সিমকো ফার্মা আগামী ২৯ এপ্রিল বেলা ১১টা ৩০ মিনিটে, হামিদ ফেব্রিক্স আগামী ২৯ এপ্রিল বিকেল ৪টায়, ইনডেক্স এগ্রো আগামী ২৭ এপ্রিল বিকেল ৪টায় এবং আল-আরাফাহ্ ব্যাংকের আগামী ৩০ এপ্রিল দুপুর ২টা ৩৫ মিনিটে শুরু হবে। একই দিনে (আগামী ২৭ এপ্রিল) হাইডেলবার্গ সিমেন্টের ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *