মে ১৭, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলের পরিচালনা পর্ষদ স্পিনিং ইউনিটের বাণিজ্যক উৎপাদন শুরু করেছে। গতকাল ১ এপ্রিল কোম্পানিটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নতুন প্রকল্পে কোম্পানিটির প্রতি বছরে ৪ হাজার ২০০ মেট্রিক টন উৎপাদন বাড়বে।

এর আগে কোম্পানিটি জানিয়েছিল স্পিনিং ইউনিট সম্প্রসারণের জন্য একটি স্পিনিং ইউনিট স্থাপন করেছে। এটি কোম্পানির ময়মনসিংহ, ভালুকা, ফ্যাক্টরি প্রাঙ্গনে অবস্থিত। আগে এনভয়ের বছরে ৩ হাজার ৭১০ মেট্রিক টন কটন পলিস্টার-স্প্যানডেক্স সূতা উৎপাদন ক্ষমতা ছিল।

কোম্পানিটি আরও জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জাহাজে যন্ত্রপাতি আসতে দেরি করায় স্পিনিং ইউনিটের কাজ শেষ করতে দেরি হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *