মে ৯, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ২৬ ডিসেম্বর, সোমবার অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য অ্যাজেন্ডা অনুমোদন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- লিগ্যাসি ফুটওয়্যারের এজিএম ২৬ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি।

আছিয়া সী ফুডের এজিএম ২৬ ডিসেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ‍দেবে।

এসিআই ফরমুলেশনসের এজিএম ২৬ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

এসিআইয়ের এজিএম ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫৫ শতাংশ লভ্য্যাংশ দেবে।

আমান কটন ফাইবার্সের এজিএম ২৬ ডিসেম্বর দুপুর ১২টা ১৬ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দেবে।

আমান ফিডের এজিএম ২৬ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দেবে।

বিডি পেইন্টসের এজিএম ২৬ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দেবে।

সিভিও পেট্রো কেমিক্যালের এজিএম ২৬ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেবে না।

দেশ গার্মেন্টস এজিএম ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দেবে।

এমজেএল বাংলাদেশের এজিএম ২৬ ডিসেম্বর বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫০ শতাংশ লভ্যাংশ দেবে।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের এজিএম ২৬ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৪৫ শতাংশ লভ্যাংশ দেবে।

শমরিতা হসপিটালের এজিএম ২৬ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দেবে।

সোনারগাঁও টেক্সটাইলের এজিএম ২৬ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১ শতাংশ লভ্যাংশ দেবে।

তসরিফা ইন্ডাস্ট্রিজের এজিএম ২৬ ডিসেম্বর বিকাল ৪টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫ শতাংশ লভ্যাংশ দেবে।

জাহিন স্পিনিংয়ের এজিএম ২৬ ডিসেম্বর সকাল ৯টয় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেবে না।

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *