এপ্রিল ২৬, ২০২৪

এত দিন আকাশপথে অহরহ ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের শক্তি জাহির করেছে উত্তর কোরিয়া। এ বার জলের তলায় পারমাণবিক হামলা চালানোর অত্যাধুনিক অস্ত্রের মহড়া চালাল পিয়ংইয়ং। সমুদ্রের অতলে পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি বিশেষ ড্রোনের পরীক্ষামূলক মহড়া চালিয়েছে কিম জং উনের দেশ। এই অস্ত্রের হামলায় তেজস্ক্রিয় সুনামি ঘটবে বলে দাবি করেছে সে দেশ। যা ঘিরে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। শুক্রবার এই অস্ত্রের কথা প্রকাশ করেছে উত্তর কোরিয়া।

গত কয়েক বছর ধরেই বিভিন্ন সময় ক্ষেপণাস্ত্র ছুড়ে বিশ্বের বিভিন্ন দেশের রাতের ঘুম কেড়ে নিয়েছে কিমের দেশ। দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার যৌথ মহড়ার পাল্টা বরাবরই সরব হয়েছে উত্তর কোরিয়া। এই আবহে এ বার সে দেশের হাতে এল নতুন অস্ত্র। জলের তলায় পারমাণবিক হামলা চালাতে সক্ষম এই ড্রোনের আঘাতে তেজস্ক্রিয় সুনামি ঘটবে বলে দাবি করেছে সে দেশের সরকারি সংবাদমাধ্যম।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *