মে ১, ২০২৪

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক খবর প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনও সঙ্কট নেই। ব্যাংক ব্যবস্থায় বর্তমানে ১ লাখ ৬৯ হাজার ৫৮৬ কোটি টাকা অতিরিক্ত তারল্য রয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবুল কালাম আজাদ বলেন, কোনো ব্যাংকের তারল্য ঘাটতি থাকলে বাংলাদেশ ব্যাংক সে ব্যাপারে ব্যবস্থা নেবে। একইসঙ্গে সার্বিক সমস্যা সমাধানে ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ব্যাংকের সিইওরা বলছেন মানুষ আমানত তুলছে না। আমানত সুরক্ষিত রয়েছে। ব্যাংকগুলোর বিরুদ্ধে অভিযোগ থাকলে সমাধানে তারা সতর্ক থাকবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনায় সমস্যা থাকলে তা আগে বাংলাদেশ ব্যাংককে জানাতে বলা হয়েছে। বর্তমানে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য ১ লাখ ৬৯ হাজার ৫৮৬ কোটি টাকা। বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থা বিরাজ করছে। তবে ব্যাংকগুলো মধ্যে কোনো উদ্বেগ নেই।

এছাড়া তিনি বলেন, আমানত তুলে নেওয়ার বিষয়টি গুজব। এবিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। তাই গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শিগগিরই সব সমস্যা দূর হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *