মে ৭, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদের সংসদ নেতা ও আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে তিনি পঞ্চমবার ও টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন।

অাজ বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তাকে সংসদ নেতা নির্বাচন করা হয়।

জাতীয় সংসদের নবম তালায় সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য ওবায়দুল কাদের। সমর্থন করেন একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী লিটন।

সংসদীয় দলের সভা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে সকাল ১০টা ১৭ মিনিটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *