এপ্রিল ২৭, ২০২৪

ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি করবে সরকার। সে ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার এক হাজার ৬৫০ টন পেঁয়াজ দেশে আসতে পারে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অধিশাখা) রেজওয়ানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রথম পর্যায়ে ট্রেনে করে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ আনা হবে। ঐ পেঁয়াজ শুক্রবারের মধ্যে দেশে আসার কথা। বাকি পেঁয়াজ পর্যায়ক্রমে আনা হবে।

দেশের বাজারে দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ভারত থেকে জি টু জি পদ্ধতিতে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এর মধ্যে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বাড়ায় রফতানি বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়ে বাংলাদেশ।

গত ২৭ মার্চ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

টিসিবির জন্য ভারতের ন্যাশনাল কর্পোরেটিভ এক্সপোর্ট লিমিটেডের কাছ থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *