মে ১০, ২০২৪

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি লিখেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শাহবাজকে অভিনন্দন।

নানা নাটকীয়তার পর সোমবার পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ। তাকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি। এর পরদিনই শাহবাজকে অভিনন্দন জানান মোদি।

এদিকে শাহবাজ শরিফকে অভিনন্দন জানান ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।

এক বিবৃতিতে, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন তিনি।

এছাড়া নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ বিশ্ব নেতারা।

নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে চীন। সোমবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ ও নতুন প্রশাসনের নেতৃত্বে পাকিস্তান আরও শক্তিশালী জাতি গঠনের বৃহত্তর লক্ষ্য অর্জন করবে।

প্রধানমন্ত্রীর পদ গ্রহণে শাহবাজ শরিফকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *