মে ৫, ২০২৪

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচের আগে চোটের থাবা ইংলিশ শিবিরে। ছিটকে গেছেন দারুণ ছন্দে থাকা মার্কাস । আগামী দুই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ডকে পাচ্ছে না ইংল্যান্ড।

ইতালি ও ইউক্রেইনের বিপক্ষে র‍্যাশফোর্ডকে না পাওয়ার কথা সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ফুলহ্যামের বিপক্ষে গত রোববার এফএ কাপের শেষ আটের ম্যাচে খেলার সময় চোট পান র‍্যাশফোর্ড। ইউনাইটেডের ৩-১ ব্যবধানের জয়ে গোল পাননি তিনি, মাঠ ছাড়েন ৮৩তম মিনিটে।

গত বিশ্বকাপে তিনটি গোল করা র‍্যাশফোর্ড এই মৌসুমে আছেন ভালো ফর্মে। ক্লাব ও দেশের হয়ে গোল করেছেন ৩০টি।

চোটের কারণে ছিটকে গেছেন চেলসি মিডফিল্ডার ম্যাসন মাউন্টও। সাত বছর পর জাতীয় দলে ফিরেছেন গোলরক্ষক ফ্রেজার ফর্স্টার।

কাতার বিশ্বকাপে শেষ আট থেকে বিদায় নেওয়া ইংল্যান্ড আগামী ২৪ মার্চ খেলবে ইতালির বিপক্ষে। তাদের পরের ম্যাচ আগামী ২৭ মার্চ, প্রতিপক্ষ ইউক্রেইন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *