মে ৮, ২০২৪

ভারতের ১৬টি কোম্পানির ওষুধ আমদানি নিষিদ্ধ করেছে নেপাল। মানসম্পন্ন ওষুধ উৎপাদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড মেনে চলতে ব্যর্থ হওয়ায় কোম্পানিগুলোর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার।

আফ্রিকার দেশ গাম্বিয়ায় ভারতীয় কোম্পানির তৈরি কাশির সিরাপ খেয়ে শিশু মৃত্যুর অভিযোগে ডব্লিউএইচও-এর সতর্কতার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

১৬টি কোম্পানির মধ্যে দিব্যা ফার্মেসির নামও রয়েছে। দিব্যা ফার্মেসি যোগগুরু রামদেবের পতঞ্জলি পণ্য তৈরি করে।

নেপালের জারি করা নিষিদ্ধ ভারতীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানির তালিকায় রয়েছে রেডিয়েন্ট প্যারেন্টেরালস লিমিটেড, মার্কারি ল্যাবরেটরিজ লিমিটেড, অ্যালায়েন্স বায়োটেক, ক্যাপ্টাব বায়োটেক, অ্যাগ্লোমেড লিমিটেড, জি ল্যাবরেটরিজ লিমিটেড, ড্যাফোডিলস ফার্মাসিউটিক্যালস লিমিটেড, জিএলএস ফার্মা লিমিটেড, ইউনিজুলস লাইফ সায়েন্স লিমিটেড, কনসেপ্ট ফার্মাসিউটিক্যালস প্রাইভেট।

এছাড়া আনন্দ লাইফ সায়েন্সেস লিমিটেড, আইপিসিএ ল্যাবরেটরিজ লিমিটেড, ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেড, ডায়াল ফার্মাসিউটিক্যালস, অ্যাগ্লোমেড লিমিটেড এবং ম্যাকুর ল্যাবরেটরিজ লিমিটেডের মতো বড় কোম্পানিও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

গত অক্টোবরে গাম্বিয়ায় কিডনি বিকল হয়ে ৬৬ শিশুর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পর মনে করা হয়, ভারতীয় কোম্পানি মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি সিরাপই পাঁচ বছরের কম বয়সী ওই শিশুদের কিডনি বিকল হওয়ার কারণ।

 

সূত্র : ইন্ডিয়া টুডে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *