এপ্রিল ২৭, ২০২৪

ভারতের পেঁয়াজ রপ্তানির ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারির গুঞ্জনের বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘ভারত থেকে পেঁয়াজ আসা নিয়ে কোনো সমস্যা আছে বলে আমার জানা নেই। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে কি না- তাও আমার জানা নেই।’

শনিবার বিকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ভারত থেকে পেঁয়াজ আজ (শনিবার) কিংবা আগামীকাল (রোববার) ট্রেনে উঠবে। আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে।

এক প্রশ্নের জবাবে টিটু বলেন, বাজার তার আপন গতিতে চলবে। বাজার আমাদের মনিটরিংয়ের মধ্যে থাকবে। কোনো রকম যদি কেউ মজুদদারি করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্বাভাবিক বাজারে পুলিশি ও ম্যাজিস্ট্রেট তৎপরতার প্রয়োজন নেই জানিয়ে তিনি আরও বলেন, আমরা মনে করি বাজারে যথেষ্ট পরিমাণে সরবরাহ রয়েছে। দামও যৌক্তিক পর্যায়ে রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *