মে ১৭, ২০২৪

‘ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে’ শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে উত্তাল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শহীদ মিনারে ফুল দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ রোববার (৩১ মার্চ) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে ফুল দেওয়া হয়।

এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা, ঢাকা মহনগর উত্তর শাখা, দক্ষিণ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বুয়েটে ছাত্ররাজনীতি চালু এবং ইমতিয়াজ হোসেনের হল সিট ফিরিয়ে দিতে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ।

গত ২৮ মার্চ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বুয়েটে ‘মহড়া’ দেওয়াকে কেন্দ্র করে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলনে নামে বুয়েটের একদল শিক্ষার্থী।

তবে তাদের এ আন্দোলনের পেছনে হিজবুত তাহরির ও ইসলামী ছাত্রশিবিরের ইন্ধন রয়েছে বলে দাবি করে ছাত্রলীগ। ছাত্ররাজনীতির অনুপস্থিতিতে সেখানে নিষিদ্ধ সংগঠগুলো কাজ করছে বলেও দবি করেন ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *