মে ২০, ২০২৪

গতমাসের প্রথম সপ্তাহে অতিবৃষ্টি ও পাহাড়ধসের কারণে বিচ্ছিন্ন হয়ে যায় বান্দরবান-থানচি যোগাযোগব্যবস্থা। আবার তা স্বাভাবিক হয়েছে একমাস পর।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বান্দরবানের থানচি লাইনের টিকিট কাউন্টার ম্যানেজার সাহাব উদ্দিন বলেন, ‘থানচি সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে শুনেছি। বিস্তারিত খোঁজ নিয়ে কাল (৭ সেপ্টেম্বর) থেকে বাস ছাড়ার চিন্তা রয়েছে।’

সড়কটি সংস্কারের দায়িত্বে থাকা ২০ ইসিবির ওয়ারেন্ট অফিসার রাহুল হাসান পার্থ জানান, বান্দরবান-থানচি সড়কের পাতুইপাড়া পোড়া বাংলা এলাকায় অতিবৃষ্টির কারণে সড়ক ধসে গিয়ে ৭ আগস্ট থেকে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ বন্ধ ছিল। ধসে যাওয়া সড়কের স্থানগুলোতে যোগাযোগ স্বাভাবিক করতে পাহাড় কেটে বিকল্প সড়ক তৈরি করা হয়েছে। আজ দুপুর থেকে গাড়ি চলাচলের জন্য সড়ক উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর বলেন, আজ থেকে ছোট গাড়িগুলো (জিপ বা পর্যটকবাহী চাঁদের গাড়ি) চলাচল করছে। পরবর্তী সময়ে বাস চলাচলও স্বাভাবিক হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *