মে ৯, ২০২৪

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে হারাতে পারবেন না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটা মনে করেন, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থিতার লড়াইয়ে থাকা নিকি হ্যালি। খবর টাইমস অব ইন্ডিয়ার

দলটির প্রাইমারি নির্বাচন শুরু হয়ে গেছে। এরই মধ্যে তিনটি রাজ্যের প্রাইমারিতে তিনি ট্রাম্পের কাছে হেরেছেন। সবচেয়ে বড় হতাশার কথা হলো, নিজের রাজ্য সাউথ ক্যারোলাইনায় তিনি বড় ব্যবধানে হেরে গেছেন ট্রাম্পের কাছে।

বর্তমানে এই দলে প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন ফ্রন্টরানার ডোনাল্ড ট্রাম্প ও তার থেকে পিছিয়ে থাকা নিকি হ্যালি। বাকি প্রার্থীরা আগেই ঝরে পড়েছেন বা নিজেদেরকে সরিয়ে নিয়ে ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। নিজের রাজ্যে পরাজিত হওয়ার পর রিপাবলিকান দল থেকে নিকি হ্যালির প্রতি বড় রকম চাপ আসছে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে। কিন্তু সেই আহ্বানকে উপেক্ষা করে তিনি পথ ছাড়তে নারাজ। তিনি বলেন, আমার পথচলার এখনও শেষ হয়নি। এমন দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি রোববার মিশিগান যাত্রার পরিকল্পনা করেন।

এই রাজ্যে মঙ্গলবার প্রাইমারি নির্বাচন হওয়ার কথা। তার আগে শনিবার রাতে সমর্থকদের তিনি বলেন, আমি বিশ্বাস করি না যে, জো বাইডেনকে পরাজিত করতে পারবেন ডোনাল্ড ট্রাম্প। প্রায়দিনই তিনি মানুষকে দূরে ঠেলে দিচ্ছেন।

সাউথ ক্যারোলাইনায় ট্রাম্পের বিজয় সত্ত্বেও ট্রাম্পের জন্য এখনও বাধা হয়ে দাঁড়িয়ে আছেন নিকি হ্যালি। যদি তিনি এই বাধাকে শেষ পর্যন্ত উপেক্ষা করতে পারেন তাহলে নভেম্বরে ডেমোক্রেট জো বাইডেনের বিরুদ্ধে আবার পাল্লা দিতে হবে তাকে। সেই নির্বাচনে নিরপেক্ষ এবং উদার ভোটাররা বিজয়ী নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *