মে ৯, ২০২৪

গত বছর ২০২২ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোবাইলের মাধ্যমে লেনদেন সাড়ে ১২ হাজার কোটি টাকা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০২২ সালে ডিএসইতে মোবাইলের মাধ্যমে লেনদেন হয়েছে ৩০ হাজার ০৭৯ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকার। আগের বছর অর্থাৎ ২০২১ সালে মোবাইলের মাধ্যমে লেনদেন হয়েছিল ৪২ হাজার ৬৮১ কোটি ৫৯ লাখ টাকার। এহিসেবে বছরের ব্যবধানে মোবাইলের মাধ্যমে লেনদেন ১২ হাজার ৬০১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা কম হয়েছে।

ডিএসইতে মোবাইলের মাধ্যমে লেনদেনের মধ্যে ক্রয়ের পরিমাণ ছিল ১৫ হাজার ৩৫৩ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা এবং বিক্রয়ের পরিমাণ ছিল ১৪ হাজার ৭২৬ কোটি ৩৫ লাখ ২ হাজার টাকা৷ যা মোট লেনদেনের ১২.৮৩ শতাংশ৷

২০২২ সাল শেষে মোবাইলে লেনদেনকারীর সংখ্যা দাঁড়ায় ৭৭১০৩ জনে। ২০২২ সালে মোবাইলের মাধ্যমে মোট ১ এক কোটি ৩১ লাখ আদেশ প্রেরণ করে৷ এর মধ্যে ১ কোটি ৮ লাখ ৫ হাজার আদেশ কার্যকর হয়৷

২০২১ সালে মোবাইলের মাধ্যমে মোট লেনদেনের মধ্যে ক্রয়ের পরিমাণ ছিল ২১ হাজার ৭৮২ কোটি ৬৭ লাখ টাকা এবং বিক্রয়ের পরিমাণ ছিল ২০ হাজার ৮৯৮ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকা৷ পরিমাণ ছিল ৪২৬,৮১৫.৯০ মিলিয়ন টাকা৷ যা মোট লেনদেনের ১২.০৬ শতাংশ৷

অপরদিকে ২০২১ সালে মোবাইলে লেনদেনকারীর সংখ্যা ছিল ৭৭০৫৮ জন৷ ২০২১ সালে মোবাইলের মাধ্যমে মোট ১৭.৬৪ মিলিয়ন আদেশ প্রেরণ করে৷ এর মধ্যে ১৩.৮৩ মিলিয়ন আদেশ কার্যকর হয়৷

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *