মে ৯, ২০২৪

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শুক্রবার দেশটির নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। তবে এতে নাখোশ দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাস।

সংগঠনটির দাবি, আব্বাস একতরফাভাবে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। এ ঘটনার নিন্দা জানিয়েছে হামাস। খবর টিআরটির

হামাস এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনিদের রাজনৈতিক বিভাজন মিটিয়ে ঐক্যবদ্ধ নেতৃত্বের লক্ষ্যে সম্প্রতি মস্কোতে একটি বৈঠক হয়েছে। সেখানে ফাতাহও অংশ নিয়েছে। তদুপরি ফিলিস্তিনি জনগণ এবং জাতীয়তার ক্ষতি করে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া এবং প্রচলিত ধারাকে অব্যাহত রাখায় ফাতাহের এমন সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করছি।

হামাস আরো বলেছে, এককভাবে সিদ্ধান্ত নেওয়া এবং জাতীয় ঐক্যমত ছাড়াই নতুন সরকার গঠনের মতো সিদ্ধান্ত নেওয়া কেবল একতরফাবাদকেই শক্তিশালী করে এবং বিভাজনকে আরো নিবিড় করে তোলে।

এ সময় ইসরাইলের সঙ্গে যুদ্ধের সময়ে ফিলিস্তিনিদের একটি ঐক্যবদ্ধ নেতৃত্বের প্রয়োজনীয়তাও তুলে ধরে দলটি।

তবে হামাসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ফাতাহ আন্দোলন। তারা বলেছে, হামাস ইসরাইলে গত ৭ অক্টোবর দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে। যার মূল্য দিতে হচ্ছে সমগ্র গাজাকে। তারাও এটি এককভাবে করেছে। এ বিষয়ে তারা কোনো পরামর্শ করেনি।

প্রসঙ্গত, শুক্রবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মাদ মোস্তফা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *