মে ৯, ২০২৪

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রতিদিনই রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবেন। এমন ভাবনা সত্ত্বেও আগামী নির্বাচন পর্যন্ত নিজের পদ ছাড়বেন না তিনি।

শুক্রবার রেডিও-কানাডাকে দেওয়া এক লম্বা সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। খবর এনডিটিভির

ট্রুডো বলেন, প্রতিদিনই রাজনীতি ছেড়ে দেওয়ার ইচ্ছা হয়। আমার কাজটা খুবই কঠিন, ব্যক্তিগত অনেক কিছুতে ছাড় দিতে হয়। তবে এ পর্যায়ে এসে হাল ছেড়ে দেওয়ার মানুষ আমি নই।

কানাডার নির্বাচন হওয়ার কথা ২০২৫ সালের অক্টোবরে। ইতিমধ্যে ট্রুডো এবং তার রাজনৈতিক দল লিবারেলদের প্রতি ক্রমশ কমছে কানাডার নাগরিকদের সমর্থন। তাদের প্রতিপক্ষ কনজারভেটিভরা এ সুযোগ নিয়ে ঘোষণা করছে ক্ষমতায় এলে তারা কী কী পদক্ষেপ নেবে।

এদিকে ট্রুডো বলছেন, তিনি জনপ্রিয় হওয়ার জন্য বা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য নয় বরং সেবা করার মানসিকতা থেকে রাজনীতিতে এসেছেন। তাই অর্পিত দায়িত্ব পালনে ত্যাগ করতে সদাপ্রস্তুত তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *