মে ২, ২০২৪

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মুখিয়ে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপের আগে এই সিরিজটি বেশ গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। এ কারণে টিম ম্যানেজমেন্ট, কোচ ও অধিনায়কত্বে পরিবর্তন আনা হয়েছে।

এই সিরিজে ওপেনিং কারা করবেন সেটি নিয়ে ছক কষছে পাকিস্তান।৫ জন ব্যাটসম্যানকে স্কোয়াডে রাখা হয়েছে যারা ওপেনিংয়ে খেলে অভ্যস্ত।

কিউইদের বিপক্ষে সিরিজ শুরু হবে ১৮ এপ্রিল। সিরিজের জন্য চূড়ান্ত একাদশ বাছাই করে ঘোষণা দিয়ে রেখেছে নির্বাচক কমিটি।

যে পাঁচ ওপেনারকে স্কোয়াডে রাখা হয়েছে তারা হলেন-অধিনায়ক বাবর আজম, উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান, নির্ভরযোগ্য ব্যাটার ফখর জামান, সায়েম আইয়ুব ও উসমান খান।

তাদের মধ্যে কোন দুজন ওপেনিং করবেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট।

অধিনায়ক বাবর আজম ওপেনিংয়ে খেলতে চান। এমনটি হলে রিজওয়ানকে চারে খেলানো হতে পারে।

বাবরের সঙ্গে উসমান খানে উদ্বোধনী ব্যাটার হিসেবে খেলাতে পারে পাকিস্তান ক্রিকেট দল।

তবে এর আগে এ রকম সিদ্ধান্ত ছিল যে, আইসিসি বিশ্বকাপ পর্যন্ত বাবরের সঙ্গে সায়েম আইয়ুবকে ওপেনিংয়ে সুযোগ দেওয়া হতে পারে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *