নভেম্বর ১৮, ২০২৪

সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মৌসুমটা ভালো যায়নি দিল্লি ক্যাপিটালসের। ১৪ ম্যাচে ৫ জয়ে টেবিলের নবমস্থানে থেকে আসর শেষ করেছিল রিকি পন্টিংয়ের শিষ্যরা। যার খেসারৎ দিতে হচ্ছে দলটির প্রধান কোচকেই।

আগামী মৌসুমে দলটির প্রধান কোচের দায়িত্বে পরিবর্তন আনতে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। পন্টিংকে দায়িত্ব থেকে সরিয়ে সৌরভ গাঙ্গুলিকে নিয়োগ দিচ্ছে দিল্লি। যিনি গত মৌসুমে ডিরেক্টরের ভুমিকায় ছিলেন। ভারতের একাধিক গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। ২০১৯ ও ২০২০ সালে দিল্লির মেন্টরের দায়িত্বে ছিলেন গাঙ্গুলি। দুবারই শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে প্লে-অফ খেলেছিল দিল্লি। সে সময়ও দলটির প্রধান কোচ ছিলেন পন্টিং। যদিও এই অস্ট্রেলিয়ানের অধীনে ৬ মৌসুমে শিরোপা জেতেনি দিল্লি। তাই এবার দায়িত্ব থেকেই সরিয়ে দেয়া হচ্ছে তাকে।

ভারতের একটি গণমাধ্যমের দাবি, পন্টিংকে সরিয়ে দেয়ার বিষয়টি নিয়ে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে তাদের থেকে ইতিবাচক কোন উত্তর না মেলায় গাঙ্গুলির দায়িত্ব নেয়ার বিষয়টি তারা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। গাঙ্গুলি দায়িত্ব পেলে সহকারী হিসেবে জেমস হোপসকে পাবেন। যিনি গেল দুই মৌসুমে দিল্লির ব্যাটিং হিসেবে দায়িত্ব পালন করেছেন। দিল্লি ম্যানেজম্যান্টের এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

এখন পর্যন্ত একাধিক দায়িত্ব পালন করলেও কখনও কোচের ভূমিকায় দেখা যায়নি গাঙ্গুলিকে। এর আগে মেন্টর, ডিরেক্টরের ভুমিকা পালন করলেও আসন্ন মৌসুমে প্রথমবারের মত কোচিংয়ের ভূমিকায় দেখা যেতে পারে ভারতের সাবেক এই অধিনায়ককে। এদিকে একবারও আইপিএলের শিরোপা জেতেনি দিল্লি। ২০২০ সালে অবশ্য ফাইনাল খেলার সৌভাগ্য হয়েছিল দলটির। এটাই এখন পর্যন্ত দলটির সেরা সাফল্য। তাই আইপিএল ভাগ্য বদলাতে গাঙ্গুলির উপর আস্থা রাখতে যাচ্ছে দিল্লি কর্তৃপক্ষ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...