ডিসেম্বর ২২, ২০২৪

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সব সময় আমরা দেখে আসছি, নির্বাচন আসলে সব ষড়যন্ত্রকারীরা এক হয়ে যায়। আরেকটা নতুন ষড়যন্ত্রের জন্য। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করতে দেশীয় চক্রান্তকরীরা ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শনিবার ঢাকার ধামরাইয়ে বৈন্যা-কুশুরা পুলিশ ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে মাদক ও সন্ত্রাসবিরোধী এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। সে সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন আসলেই অনেক স্রোত-কাউন্টার স্রোত আসে। যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, নির্বাচনে অংশগ্রহণ করে না এবং নির্বাচন যাতে হয় না এ জন্য অরাজকতা করতে থাকে। এ ধরনের কার্যকলাপ আমরা এখনো দেখছি। সব সময় আমরা দেখে আসছি, নির্বাচন আসলে সব ষড়যন্ত্রকারীরা এক হয়ে যায়। আরেকটা নতুন ষড়যন্ত্রের জন্য।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...