এপ্রিল ২৬, ২০২৪

আইপিএলের ফাইনাল ম্যাচটির শুরুতে গুজরাট টাইটান্স ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রান সংগ্রহ করে। পরে বৃষ্টির হানায় ১৫ ওভারে চেন্নাইয়ের লক্ষ্যটা নেমে আসে ১৭১ রানে। রবীন্দ্র জাদেজার অসাধারণ ফিনিশিংয়ে ম্যাচটি জিতে নেয় চেন্নাই।

এবার ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আইপিএল ফাইনাল হেরে হার্দিক বলেন, ‘হারলেও ধোনির জন্য অনেক ভালো লাগছে। নিয়তি এটা ধোনির জন্য লিখে রেখেছিল। গতবার আমি বলেছিলাম সাধারণত ভালো মানুষের সঙ্গে ভালো কিছুই ঘটে। আমার দেখা সবচেয়ে অসাধারণ মানুষ ধোনি। সৃষ্টিকর্তা আমার প্রতিও সদয় থাকে। কিন্তু আজ (গতকাল) ধোনির প্রতি একটু বেশিই সদয় ছিল।’

ধোনির নেতৃত্বে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই খেলেছেন হার্দিক। ধোনির নেতৃত্বে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১৯ সালের বিশ্বকাপও খেলেছেন এই অলরাউন্ডার। যদিও আইপিএলে কখনো ধোনির নেতৃত্বে খেলা হয়নি হার্দিকের। মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মার অধীনে ক্যারিয়ার শুরু করা হার্দিক এখন গুজরাট টাইটান্সের অধিনায়ক। গত আসরে দলটিকে শিরোপাও জিতিয়েছেন তিনি। আর এবারও আইপিএলের ফাইনালে উঠেছে দলটি।

ম্যাচটিতে বারবার হানা দিয়েছে বৃষ্টি। ২৮ মে’র একটানা বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তে গড়ায় ফাইনাল। আর গুজরাটের ইনিংসের পর ডার্কওয়ার্থ লুইস মেথডে লক্ষ্য নির্ধারণ করা হয় চেন্নাইয়ের জন্য। হার্দিকের কাছে প্রশ্ন করা হয়েছিল তাদের জয়ের সম্ভাবনায় বৃষ্টি কোনো প্রভাব রেখেছে কিনা। জবাবে গুজরাটের অধিনায়ক বলেন, ‘আমি আসলে অজুহাত দেয়ার মতো মানুষ নই। চেন্নাই আমাদের চেয়ে আজ ভালো ক্রিকেট খেলেছে। ওরা যেভাবে ব্যাট করছে সেটা ছিল আশ্চর্যজনক। সাই সুদর্শনের কথাও বলতে হয়। এই পর্যায়ে তরুণ হিসেবে অসাধারণ ইনিংস উপহার দিয়েছে। তার জন্য শুভকামনা রইলো।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *