মে ২, ২০২৪

নকীব খান। বাংলাদেশের ব্যান্ড সংগীতের অবিসংবাদিত একটি নাম। এ দেশের আধুনিক বাংলা গানের কিংবদন্তি সংগীত পরিচালক।

‘মন শুধু মন ছুঁয়েছে’, আইয়ুব বাচ্চুর ‘এখন অনেক রাত’, নিজের ‘ভালো লাগে জ্যোৎস্নারাতে’, কুমার বিশ্বজিতের ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’সহ বেশ কিছু জনপ্রিয় ও কালজয়ী গানের সুরকার তিনি। আজ তার ৬৫তম জন্মদিন। ১৯৬০ সালের ১৮ মার্চ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে তার জন্ম। তার বাবা আইয়ুব খান। বড় ভাই সুরকার ও গীতিকার জালাল উদ্দিন খান জিল্লু এবং ছোট ভাই শাহবাজ খান পিলু ড্রামার, ভোকালিস্ট ও গীতিকার।

নন্দিত সংগীত ব্যক্তিত্বের জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত-সহকর্মীরা। বাদ যাননি সংগীতশিল্পী আসিফ আকবর।

আসিফ তার ফেসবুকে লেখেন, ‘বাংলাদেশে একজন নকীব খান আছেন। সোলস এবং রেনেসাঁ ব্যান্ডের মাধ্যমে কালজয়ী বেশ কিছু গান জন্ম দিয়েছেন তিনি। সেই ছোটবেলা থেকে দেখছি মানুষটা বাংলা গানে একটা আলাদা স্রোতধারা হয়ে বইছেন। তার প্রতিটি সুরের মূর্ছনা ছুঁয়ে যায় অমরত্ব! এ যেন ঐশ্বরিক এক মাদকতা!

রেনেসাঁ ব্যান্ডের পারফরমেন্স আমার ভবিষ্যতের স্কেচ। আমার ড্রামার বিকাশ রয় রেনেসাঁয় বাজায় তাদের নিয়মিত ড্রামার শাহবাজ খান পিলু ভাই না থাকলে। একবার রেনেসাঁ আর আমার কনসার্ট ছিল একই দিনে। আমি বিকাশকে বললাম- তুমি দ্বিধাহীন চিত্তে রেনেসাঁর শো কর, তাদের সঙ্গে স্টেজ শেয়ার করতে পারাটাও এক জীবনের সৌভাগ্য।’

তিনি আরও লিখেছেন, ‘ব্যক্তিজীবনে নকীব ভাই মৃদুভাষী হাসিখুশী কর্পোরেট মানুষ। বাংলা গানের জন্য নিবেদিতপ্রাণ এই ভদ্রলোকটিকে যেকোনো কারণে ডাকলেই ছুটে আসেন। আর্ট কালচারে প্রকৃত বিনয় বলতে যা বোঝায় তার পুরোটাই রয়েছে শ্রদ্ধেয় নকীব ভাইয়ের মধ্যে, সেই তুলনায় আমি জংলী। সারা জীবনে তিনি আমাকে একটি গানই দিয়েছেন। গত প্রায় ১৬/১৭ বছর লেগে আছি যদি আরেকটি গান পাই! আজ বাংলা গানের এই অবাক বিস্ময় প্রতিভার জন্মদিন। শুভ জন্মদিন নকীব ভাই। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *