মে ১৭, ২০২৪

গতকাল (সোমবার) শেষ হয়েছে চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গ্রুপ পর্বের ম্যাচ। যেখানে ১২ দল অংশগ্রহণ করেছিল, তার মধ্যে থেকে সুপার লিগ নিশ্চিত করেছে ৬ দল। তবে কবে নাগাদ সুপার লিগ মাঠে গড়াবে সেটি ছিল অজানা। অবশেষে জানা গেল চূড়ান্ত দিনক্ষণ। আগামী মাসের পহেলা মে থেকে শুরু হবে টুর্নামেন্টটির সুপার লিগ পর্বের খেলা।

আজ মঙ্গলবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মিটিংয়ে আমাদের প্রথম এজেন্ডা ছিল এটি। সুপার লিগের খেলা কবে শুরু হবে কি হবে না হবে এটা নিয়েই ক্লাবগুলোর সঙ্গে বসা। যারা সুপার লিগে উঠেছে এবং রেলিগেশান লিগে যারা খেলবে তারাও এসেছিল। সুতরাং দুটো লিগ নিয়েই আজকে আলোচনা হয়েছে।’

সুপার লিগ কবে মাঠে গড়াবে এবং কবে শেষ হবে এমন প্রশ্নে সালাউদ্দিন বলেন, ‘আমরা আজকে ক্লাব অফিসিয়ালদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি যে ১লা মে শুরু করব। রিজার্ভ ডেসহ ১৪ তারিখ শেষ হবে। আর রেলিগেশন ৩ দিনে শেষ হবে, সেক্ষত্রে ৯ তারিখ শেষ হবে।’

এদিকে, সুপার লিগ নিশ্চিত করেছে মোসাদ্দেক হোসেনের আবাহনী। এরপর একে একে শেখ জামাল, লেজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্সও নিশ্চিত করেছে। এছাড়া ১২ দলের এই টুর্নামেন্টে অবনমন হয়েছে নবাগত দল ঢাকা লেপার্ডস, শাইনপুকুর ও অগ্রণী ব্যাংকের।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *