এপ্রিল ২৯, ২০২৪

বিজ রিপোর্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সফটওয়্যারে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। ফলে নির্ধারিত সময় সকাল ৯টা ৩০ মিনিটে লেনদেন শুরু হয়নি। ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে অনিবার্য কারণে ডিএসইতে রোববার সকাল ১০টায় লেনদেন শুরু হবে।

এর আগে গত ২৪ অক্টোবর একই সমস্যা দেখা দিয়েছিল। ওইদিন সকাল ১০টা ৫৮ মিনিট থেকে বন্ধ হয়ে যায় লেনদেন। যা ২টা ১০ মিনিট পর্যন্ত বন্ধ ছিল। এরপরে আবারও লেনদেন শুরু হয় দুপুর ২টা ১০ মিনিটে। যা চলে ২টা ২৫ মিনিট পর্যন্ত। ওইদিন পোস্ট ক্লোজিং সেশন কমিয়ে ৫ মিনিট বা ২টা ৩০ মিনিট পর্যন্ত করা হয়েছিল।

আজকের লেনদেন শুরু না হওয়ার বিষয়ে সাবভ্যালি সিকিউরিটিজের ব্র্যাঞ্চ ম্যানেজার মো. শহীদুল ইসলাম বলেন, সকাল থেকেই সফটওয়্যারে কোন আদেশ দিতে পারছি না। সেটা ক্রয় কিংবা বিক্রয় ঊভয় ক্ষেত্রেই। শুধু আমাদের হাউজেই এ সমস্যা কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য আরও কয়েকটি হাউজে যোগাযোগ করেছি। কিন্তু সবাই এই সমস্যার মধ্যে আছে।

এ বিষয়ে ডিএসইর এক কর্মকর্তা বলেন, আমাদের সফটওয়্যারের সিষ্টেমে সমস্যা দেখা দিয়েছে। যে কারনে লেনদেন শুরু হয়নি। তবে এখনো সমস্যা চিহ্নিত করতে পারি নাই।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *