এপ্রিল ২৭, ২০২৪

আগামীকাল শনিবার সেক্টর কমান্ডারস্ ফোরাস-মুক্তিযুদ্ধ’৭১ ‘জেনোসাইড ১৯৭১’র আন্তর্জাতিক স্বীকৃতি : দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বৃহত্তম গণহত্যার ব্যাপারে পশ্চিমা বিশ্বের নীরবতা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে।

জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সকাল সাড়ে ১১টায় এই সেমিনার অনুষ্ঠিত হবে বলে আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করবেন ফোরামের কার্যনির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম।

মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পীস এন্ড জাস্টিস বিভাগের পরিচালক (গবেষণা) ড. সঞ্জীব হোসেন।

আলোচনায় অংশ নেবেন বীর মুক্তিযোদ্ধা, লেখক ও গবেষক হারুন হাবীব, প্রবীণ কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ, গণহত্যা বিষয়ক গবেষক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রষ্টি মফিদুল হক, আমরা একাত্তরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান, সাবেক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ একেএম শহিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পীস এ্যন্ড কনফ্লিক্ট স্টাডিজের অধ্যাপক রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনোসাইড ষ্টাডি সেন্টারের পরিচালক অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, নিরাপত্তা বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার (অব.), শহীদ সন্তান ও প্রজন্ম ৭১’এর সভাপতি আসিফ মূনীর।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *